সাকিবের ছুটিতে বিপাকে মোহামেডান

ফারজানা ববি প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৯:৩৬ এএম

মানসিক ও শারীরিকভাবে খেলার মতো অবস্থায় নেই সাকিব আল হাসান। এমন তথ্যই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। চেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রামে থাকতে। বিসিবি অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে এক মাসের ছুটি দিয়েছে।

বিসিবির এমন সিদ্ধান্ত এবার গলার কাঁটা হয়ে বিঁধেছে সাকিবের। কারণ, তিনি কেবল দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে চাননি। কিন্তু এক মাসের ছুটি হলে সাকিব ঘরোয়া প্রিমিয়ার লিগের আসরও খেলতে পারবেন না। ঘরোয়া লিগে তার দল মোহামেডান। সাকিব খেলতে না পারলে বিপদে পড়বে তার দল।

মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, “আমরা বোর্ডের কাছে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করব। তিনি ঘরোয়া লিগ খেলবেন না তেমন বলেননি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারছিলেন না। তাকে ভেবে আমরা দলকে সাজিয়েছি। সাকিবকে না পেলে দল বিপদে পড়ে যাবে।”