নারী বিশ্বকাপ

অভিষেক ম্যাচ রাঙাতে পারল না টাইগ্রেসরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ১২:৪৪ পিএম
ছবি সংগৃহীত

বিশ্বকাপের আসরে দারুণ সূচনা করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। প্রোটিয়াদের ২০৭ রানে অলআউট করেও লক্ষ্য ছুঁতে ব্যর্থ হলো তারা। ব্যাট করতে নেমে মাত্র ১৭৫ রানে ইনিংসে গুটিয়ে যায় টাইগ্রেসরা। ফলে প্রথমবারের মত নারীদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে বাংলাদেশ হেরেছে ৩২ রানে।

শনিবার (৫ মার্চ) ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় তারা। ৪৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার রানের গতি সচল রাখেন। ৬৯ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপরই শুরু হয় ছন্দপতন। মাত্র ৮৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

অধিনায়ক নিগার ও রিতু দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। নিগারের ব্যাট থেকে আসে ২৯ রান ও রিতু করেন ২৭ রান। তবে তারা দুজন দলের পরাজয় এড়াতে পারেননি। ৪৯.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৭৫ রানে।

বাংলাদেশ দলের ধ্বস নামান প্রোটিয়া বোলার আয়াবোঙ্গা খাকা। তিনি ৩২ বলে চার উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।