ইংলিশ ক্লাব চেলসিকে বিক্রি করবেন রুশ মালিক

ফারজানা ববি প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৯:৩৬ এএম

ইউক্রেন সংকটের মাঝেই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম সারির ক্লাব চেলসির বিক্রির ঘোষণা দিলেন রুশ মালিক রোমান আব্রামোভিচ। বিক্রির আয় থেকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের অসহায় মানুষকে দান করবেন তিনি।

এ সপ্তাহের শুরু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরই তোপের মুখে পড়েন এই ধনাঢ্য ব্যবসায়ী। যুক্তরাজ্যের বাড়ি এবং আরেকটি ফ্ল্যাটও বিক্রি করন আব্রামোভিচ। যুক্তরাজ্যে রুশ বিনিয়োগকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণার পর এই সিদ্ধান্ত নেন তিনি।

এরপর চেলসিকে শেষ রক্ষা করার লক্ষ্যে শনিবার ক্লাব ফাউন্ডেশনের ট্রাস্টিদের কাছে দলের মালিকানা হস্তান্তর করেন। তবে চেলসির এই মালিক এখন প্রকাশ্যে ক্লাবটি বিক্রির ইচ্ছের প্রকাশ করছেন। সুইস বিলিয়নিয়ার হ্যান্সজর্গ উইস দাবি করেছেন, তাকে এই ক্লাবটি কেনার সুযোগ দেওয়া হয়েছে।

২০০৩ সালে ১৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ক্লাবটি কিনেছিলেন আব্রামোভিচ। তার কাছে চেলসির ১.৫ বিলিয়ন পাউন্ড ঋণ ছিল। যদিও এই রুশ মালিক বলছেন, ঋণ পরিশোধের জন্য তিনি ক্লাবটিকে কোন চাপ দিবেন না।