চেলসির মালিক রোমান আব্রামোভিচ শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির দায়িত্ব তার দাতব্য ফাউন্ডেশন ট্রাস্টিদের কাছে হস্তান্তর করেছেন। রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পরে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার আহ্বান এড়াতে তিনি আগেই পদক্ষেপ নিলেন।
রাশিয়ান ধনকুবের ক্লাবটি বিক্রি করছেন না। তবে তার মালিকানা নিয়ে রাজনীতিবিদসহ অন্যান্যদের লক্ষ্যবস্তু হওয়ার পরে আপাতত নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন। ফাউন্ডেশনের সভাপতি ব্রুস বাক, যিনি ক্লাবের চেয়ারম্যানও। চেলসির অর্থ পরিচালক পল রামোসও ট্রাস্টিদের মধ্যে রয়েছেন।
২০০৩ সাল থেকে চেলসির মালিক আব্রামোভিচ। তবে তিনি তার বিবৃতিতে যুদ্ধের কথা উল্লেখ করেননি।
আব্রামোভিচ বলেন, “আমি সবসময় ক্লাবের সর্বোত্তম স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই আমি চেলসির দায়িত্ব দাতব্য ফাউন্ডেশনের ট্রাস্টিদের হাতে ছেড়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি যে, বর্তমানে তারা ক্লাব, খেলোয়াড়, স্টাফ এবং ভক্তদের স্বার্থ দেখভালের জন্য সেরা অবস্থানে রয়েছে।”
আব্রামোভিচ চেলসিতে ২ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছেন। তিনি ক্লাবটিকে ইংল্যান্ডের সবচেয়ে সফলদের মধ্যে একটিতে রূপান্তরিত করেছেন।
আব্রামোভিচ আরও বলেন, “চেলসি এফসিতে আমি প্রায় ২০ বছর ধরে আছি। আমি সবসময় ক্লাবের একজন রক্ষক হিসেবে আমার ভূমিকা পালন করেছি। এটি নিশ্চিত যে, আজকে যতটা সফল, সকলের সম্মিলিত প্রয়াসে। ভবিষ্যতেও সবাই ইতিবাচক ভূমিকা পালন করবে।”
আব্রামোভিচ একজন প্রাক্তন রাশিয়ান প্রাদেশিক গভর্নর এবং রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মিত্র। ব্রিটেনে থাকা রুশ ক্ষমতাবানদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। যদিও আব্রামোভিচ সেই তালিকায় নেই।