ঘরের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিবের ব্যাট-বল তার হয়েই কথা বলছে। বিশ্ব ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে সাকিব একক রেকর্ডের মালিক হলেন। যে কীর্তি টি-টোয়েন্টিতে নেই আর কোনো ক্রিকেটারের। তাই ধারণা করা হচ্ছিল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের খেলোয়াড়দের নিলামে ভালো দাম পাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু ভিত্তিমূল্য ২ কোটি রুপির সাকিবকে কিনতে নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে আইপিএল ইতিহাসের পঞ্চম মেগা এই নিলাম। আগামীকাল রোববারও অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের নিলাম।
প্রথমে মার্কি ক্যাটাগরির খেলোয়াড়দের বিডের পর দ্বিতীয় রাউন্ডে অলরাউন্ডার ক্যাটাগরিতে নিলামে নাম ওঠে সাকিবের। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামের আহ্বান করা হলেও কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। বিড থেকে কোনো দল যদি তাদের ক্রিকেটারদের তালিকা পূর্ণ করতে না পারে, তবেই সুযোগ থাকছে আবারও সাকিবের নাম নিলামে ওঠার।
এছাড়া অবিক্রীত থেকে গেছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না। তাদের কিনতেও কোনো দল আগ্রহ দেখায়নি।
এবারের নিলামের জন্য ঘোষিত চূড়ান্ত তালিকায় সাকিবের সঙ্গে আছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। বাকি চার ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
যেখানে সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি ও বাকিরা ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নিলামে উঠবেন।