ঘরের মাটিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সিরিজ নিশ্চিত করা ভারতের সামনে বড় সুযোগ ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার। অন্যদিকে নিকোলাস পুরানের দল চাইবে অন্তত জয় নিয়ে ফিরতে।
শুক্তবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
আজকের ম্যাচে ভারত একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে। চোটের কারণে দলে নেই লোকেশ রাহুল। এছাড়া দলে নেই অলরাউন্ডার দীপক হুদা এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চহালও। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার এবং কুলদীপ যাদব।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই স্পিনার আকিল হোসেন। তার জায়গায় দলে ফিরেছেন লেগ স্পিনার হেইডেন ওয়ালস।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, হেইডেন ওয়ালশ ও কেমার রোচ।