এবার ফুটসালেও শিরোপা জিতল আর্জেন্টিনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৩:১৪ পিএম
ছবি সংগৃহীত

সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার লা আলবিসেলেস্তেরা লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী ফুটসালেও চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে প্যারাগুয়েকে হারিয়ে তৃতীয় মহাদেশীয় শিরোপা জিতল আর্জেন্টিনা। আর কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ব্রাজিল।

রোববার (৬ ফেব্রুয়ারি) কোপা আমেরিকার ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় মহাদেশীয় শিরোপা জিতল লিওনেল মেসিদের অনুসারী মাতিয়াস লুকুইক্সের দল।

ম্যাচে জয়সূচক গোলটি আসে অ্যালান ব্র্যান্ডির পা থেকে। ম্যাচের ১৯তম মিনিটে তার গোলে স্বাগতিকদের বিপক্ষে জয় এনে দেয় আলবিসেলেস্তাদের। এর আগে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসে তারা। 

এটি ফুটসালে কোপার তৃতীয় শিরোপা আলবিসেলেস্তেদের। এর আগে ২০০৩ ও ২০১৫ সালে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা ফুটসাল দল। 

গত বছর কোপা আমেরিকায় ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। তার বছর না ঘুরতেই আরও একটা কোপা আমেরিকা পেয়ে গেল আলবিসেলেস্তেরা।