পর্দা উঠল টোকিও অলিম্পিকের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৯:৩১ পিএম

করোনার কারণে এক বছর পেছালেও শেষ অবধি পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ এবারের আসরের। জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

বর্ণিল আলোকসজ্জায় স্বাগতিক জাপানের সংস্কৃতি ফুটে উঠেছে উদ্বোধনী অনুষ্ঠানে। 

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় অ্যাথলেটদের প্যারেডের মাধ্যমে। গ্রিসের অ্যাথলেটরা সবার আগে স্টেডিয়ামে প্রবেশ করে। এরপর অলিম্পিক কমিটির শরনার্থী দল। তারপর ইংরেজি অদ্যাক্ষর ‘আই’ দিয়ে শুরু হওয়া দুই দেশ আইসল্যান্ড ও আয়ারল্যান্ড স্টেডিয়ামে প্রবেশ করে।

এরপর ভার্চুয়ালি অলিম্পিক লরেন নামে বিশেষ সম্মাননা দেওয়া বাংলাদেশের নোবেল পদকজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে। 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাপানের সম্রাট নারুহিতো। ১৯৬৪ সালে অলিম্পিকের উদ্বোধন করেছিলেন তার দাদা সম্রাট হিরোহিতো। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।