নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকে কোভিডের ছবলে পড়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সরকারের কোভিড-বিষয়ক নীতির কারণে হাঁপিয়ে উঠেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাই ক্রিকেটাররা চেয়েছিল এই সিরিজ যাতে না হয়। কিন্তু বোর্ড সভাপতি খেলোয়াড়দের সিরিজ শেষ করেই দেশে ফিরতে বলেছেন।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। টাইগারদের এই সিরিজ নিয়ে আজ এক বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
জৈব সুরক্ষাবলয়ে হাঁপিয়ে ওঠায় ক্রিকেটারদের অনেকে দেশে ফিরে আসতে চেয়েছিলেন। বোর্ড কর্তাদের সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই মুহূর্তে সিরিজ সম্পন্ন না করার কোনো সুযোগ নেই।’
ক্রিকেটারদের টানা কোয়ারেন্টাইন নিয়ে পাপন বলেন, ‘গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সুযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।'