করোনায় আক্রান্ত টাইগারদের স্পিন কোচ হেরাথ  

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০২:৪২ পিএম

এবার করোনার থাবায় পড়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দলীয় এক সূত্র হেরাথের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

নিউজিল্যান্ডে পৌঁছার পর দুই বার করোনা পরীক্ষা করা হলে দুইবারই নেগেটিভ ফলাফল আসে হেরাথের। তবে তৃতীয়বারের পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল এসেছে হেরাথের। তবে পজিটিভ হলেও সুস্থ আছেন হেরাথ। 

বাংলাদেশ দলের এক সদস্যে দেশের এক অনলাইন পোর্টালকে জানান, ‘শুনেছি হেরাথ ভালো আছেন এখন। আমাদের বের হওয়ার তো কোনও উপায় নেই। কারও সঙ্গে কারও দেখা হচ্ছে না, ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে। হেরাথের কোয়ারেন্টাইন আরও বাড়ার কথা বলে শুনেছি। আমার মনে হয় আরও বেশি অবজারবেশনে থাকবে বাকি দিনগুলো।’

এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট দুইটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে। প্রথম টেস্ট হবে ১ জানুয়ারি আর দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি। 

বাংলাদেশের টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

আরও সংবাদ