রেকর্ড পঞ্চমবার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৬:৫০ পিএম

টানা দ্বিতীয়বার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। দুবাইতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতার ফাইনালে প্রতিপক্ষ রাশিয়ার ইয়ান নেপমনিয়াতচিকে উড়িয়ে দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হন তিনি।

ম্যাচের শুরুটা ভালো করলেও শেষ দিকে নেপমনিয়াতচির কোন প্রতিরোধই পাত্তা পায়নি তার কাছে। ৭.৫-৩.৫ ব্যবধানে ফাইনালে জয় পান কার্লসেন।

বিশ্ব দাবার ইতিহাসে ফাইনালে কার্লসেনের মতন এত বড় ব্যবধানের জয় বিরল। ১৯২১ সালে শেষবার ফাইনালে এতবড় জয়ের দেখা পান কিউবার জোসে রাউল ক্যাপাব্লাঙ্কা। ফাইনালে জার্মানির এমানুয়েল ল্যাস্কারকে ৯-৫ পয়েন্ট ব্যবধানে হারান তিনি।

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দীর্ঘতম ফাইনালে ছিল এটি। ৭ ঘন্টা ৪৫ মিনিটে মোট ১৩৬ টি চাল দেন দুই প্রতিপক্ষ। কার্লসেনে পঞ্চম বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব এটি।