রেফারির সামনেই হলুদ কার্ড দেখালেন ফুটবলার 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৮:৩৮ পিএম

ফুটবল মাঠে খেলোয়াড়দের সতর্ক করার জন্য পকেটে হলুদ বা লাল কার্ড নিয়েই মাঠে ঢুকেন রেফারি। কোনো খেলোয়াড় অপরাধমূলক কাজ করলে সঙ্গে সঙ্গেই তাকে হলুদ বা লাল কার্ড দেখান রেফারি। কিন্তু ফুটবল মাঠে ঘটেছে এক অদ্ভুদ কান্ড। কার্ড দেখানোর কাজটা রেফারি বদলে করেছেন একজন ফুটবলার। কলম্বিয়ার এক ফুটবল ম্যাচে হয়েছে এমন কান্ড। 

কলম্বিয়ার লিগে ঘটা এই অদ্ভুদ কান্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খেলা চলছিল কলম্বিয়া লিগে দুই দল আমেরিকা ডি কালি এবং আলিয়াজা পেট্রোলেরার মধ্যে। খেলা শেষ হওয়ার ঠিক আগে ৯৭ মিনিটের মাথায় ঘটনাটি ঘটে। 

ম্যাচে রেফারি কার্লোস ওর্তেগার একটি সিদ্ধান্তের প্রতিবাদ করেন আলিয়াজার ফুটবলাররা। তাদের মধ্যে একজনকে কার্ড দেখাতে যান রেফারি। পকেট থেকে কার্ড বের করে যখন তিনি দেখাতে যাচ্ছেন, ঠিক তখনই সেটি তার হাত ফস্কে মাঠে পড়ে যায়। 

ফুটবলারকে হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি

আর এই সময় রেফারির সামনেই ছিলেন ডি কালির ডিফেন্ডার মার্লন টোরেস। তিনি কার্ডটি কুড়িয়ে নিয়ে নিজেই বিপক্ষ ফুটবলারকে দেখিয়ে দেন। তারপর সেটি আবার রেফারিকে ফেরত দিয়ে দেন।

তারপর অবশ্য রেফারি নিজেও সেই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান। 

আরও সংবাদ