ভনকেও ছাড়িয়ে গেলেন রুট 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৭:৩০ পিএম

চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। অ্যাশেজেও তার ব্যাটে রয়েছে ধারাবাহিকতা। রুট ও মালানের ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে ইংলিশরা। এই ম্যাচেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের রেকর্ড ভেঙ্গেছেন বর্তমান অধিনায়ক রুট। ভনকে ছাড়িয়ে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক হলেন রুট। 

অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৮৬ রান অপরাজিত আছেন জো রুটের। এর মাধ্যেমেই মাইকেল ভনকে টপকে যান রুট। ২০০২ ক্যালেন্ডার ইয়ারে ১৪৮১ রান করেছিলেন ভন। আর ২০২১ ক্যালেন্ডার ইয়ারে ১৪৮২ রান করে ফেলেছেন জো রুট। এটিই এখন ইংল্যান্ডের ক্রিকোরদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড। 

এই তালিকায় তিন নম্বর জায়গাটিও রুটেরই। ২০১৬ ক্যালেন্ডার ইয়ারে ১৪৭৭ রান করেছিলেন তিনি। ২০১৬ ক্যালেন্ডার ইয়ারে আবার জনি বেয়ারস্টো করেছিলেন ১৪৭০ রান। পাঁচ নম্বর জায়গাটিরও দখল রেখেছেন জো রুট। ২০১৫ ক্যালেন্ডার ইয়ারে ১৩৮৫ রান করেছিলেন ব্রিটিশ অধিনায়ক।

শুক্রবার সকালে ৪২৫ রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয় ইংল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে এবার শুরুতেই জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। ৬১ রানের মাথায় দুই ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নসের উইকেট হারায় ইংলিশরা। এরপর দলের হাল ধরেন ডেভিড মালান এবং জো রুট। মালান ৮০ এবং রুট ৮৬ করে অপরাজিত আছেন। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান।

আরও সংবাদ