অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিচ্ছেন রুট-মালান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৩:৪৬ পিএম

জমে উঠেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জমজমাট লড়াই অ্যাশেজ। ব্রিজবেনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বড় লিডের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। ডেভিড মালান ও জো রুটের জুটিতে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। 

ব্রিজবেন টেস্টের প্রথম দুই দিন ইংল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের বোলিং তুপে পড়ে ১৪৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ট্রেভিস হেডের ১৫২, ডেভিড ওয়ার্নারের ৯৪ ও মার্নাস নাবুশেনের ৭৪ রানে ভর করে ৪২৫ রান করে অস্ট্রেলিয়া। ফলে বিশাল রানের লিড পায় অজিরা। 

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে টিকে থাকতে হলে অসাধারণ ব্যাট করতে হবে ইংলিশদের। কিন্তু দুই ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নসকে টিকতে দেননি অজি বোলাররা। ২৭ রানে হাসিব হামিদকে আউট করেন মিচেল স্টার্ক আর ১৩ রানে ররি বার্নসকে তুলে নেন প্যাট কামিন্স। 

দলের এমন নড়বড়ে শুরুর পর হাল ধরেন ডেভিড মালান ও জো রুট। দুইজনের ১৫৯* রানের জুটিতে অজিদের থেকে ৫৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ইংল্যান্ড। ডেভিড মালান অপরাজিত আছেন ৮০ রানে আর জো রুট ৮৬ রানে অপরাজিত আছেন। 

তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ২২০ রান। 

আরও সংবাদ