ভারত ও পাকিস্তানিদের নিয়ে সর্বকালের সেরা টি-২০ দল বাবরের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৯:৪৬ পিএম

বিশ্বকাপেই দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। সেদিনের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান। এবার মাঠের লড়াই ভুলে দুই দেশের ক্রিকেটারদের নিয়ে সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করলেন পাক অধিনায়ক বাবর আজম। বাবরের দলে জায়গা পেয়েছে পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার আর ছয়জন হচ্ছে ভারতের। 

বাবরের সর্বকালের সেরা একাদশে ওপেনার হিসেবে নিজেকে রেখেছেন এই পাকিস্তানি ব্যাটার। আর তার সঙ্গে ওপেনিংয়ের জন্য রেখেছেন ভারতের হার্ড হিটার ওপেনার রোহিত শর্মাকে। 

বাবরের দলে তিন নম্বরে ব্যাট করতে নামবেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। আর চার নম্বরে বাবরের পছন্দ একজন অলরাউন্ডারকে। এখানে জায়গা হয়েছে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের জায়গা হয়নি বাবরের দলে। উইকেটকিপার হিসেবে মাহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছেন তিনি। ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন বাবরের দলে।

দুইজন স্পিনার নিয়ে সাজানো বাবরের দলে রয়েছেন একজন ভারতীয় আর অন্যজন পাকিস্তানি। বাঁহাতি স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। আর লেগ স্পিনার হিসেবে পাকিস্তানের শাদাব খান।

ফাস্ট বোলারদের মধ্যে দুইজনই হচ্ছেন পাকিস্তানের। ভারত থেকে জায়গা পেয়েছেন যশপ্রীত বুমরা। আর পাকিস্তানের মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদি।

আরও সংবাদ