স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার জায়গায় অধিনায়কত্ব করবেন বাঁহাতি ব্যাটার টম লাথাম। ম্যাচ শুরুর আগে ব্ল্যাক ক্যাপসদের পক্ষ থেকে এমন কথা জানানো হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) ওয়াংখেড়েতে সিরিজের শেষ টেস্টে খেলতে নামার আগে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, আবারও বাঁ হাতের কনুইয়ের চোটে ভুগছেন উইলিয়ামসন। অনেক দিন ধরে এই চোটে ভুগছেন তিনি।
কিউই কোচ গ্যারি স্টিড বলেন, ‘‘এতদিন ধরে এক চোটে বারবার মাঠের বাইরে থাকা খুব কঠিন ব্যাপার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তারপরে বেশ কিছু দিন চোট নিয়ে খেললেও সম্প্রতি তার সেই চোট আবারও বেড়েছে।"
গ্যারি স্টিড আরও বলেন, "আমরা সবাই জানি উইলিয়ামসন খেলতে কতটা ভালবাসে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যাতে চোট আরও বেড়ে না যায়।"
উইলিয়ামসনের অনুপস্থিতিতে কার হাতে থাকবে দলের নেতৃত্ব। এই বিষয়ে গ্যারি বলেন," উইলিয়ামসন না থাকায় লাথাম দলকে নেতৃত্ব দেবেন।"
মুম্বাই টেস্টে ভারতে চেপে ধরেছে নিউজিল্যান্ড। প্রথম দিনে ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করেছে ভারত।