চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ইনিংসে পাকিস্তানের ওপেনিং জুটিতে ওঠেছিল ১৪৬ রান আর দ্বিতীয় ইনিংসে তাদের ১০৯ রানের জুটি এখনও ভাঙতে পারেনি টাইগাররা। তবে আজ (চতুর্থ দিন) কোনো উইকেট তুলে নিতে না পারলেও এই টেস্টে বাংলাদেশের জয়ের যথেষ্ট সুযোগ আছে বলে মনে করেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। চতুর্থ দিনের খেলা শেষে এমন কথাই জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘প্রথম সেশনে উইকেট পড়ছে। যেভাবে ছেলেরা লড়াই করেছে তাতে আমি গর্বিত। পাকিস্তান ম্যাচে এগিয়ে আছে, ৯৩ রান প্রয়োজন তাদের। আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই কাল মাঠে নামতে হবে। প্রথম আধঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’
চতুর্থ দিনে বাংলাদেশকে অলআউট করলেও ৩৩ ওভার বল করে কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। তবে শেষ সেশনে ভালো করতে না পারলেও কোচের আশা পঞ্চম দিনে এসে ভালো করবে দল।
ডমিঙ্গো বলেন, ‘প্রথম দুই দিন আমরা সত্যিই ভালো খেলেছি। তৃতীয় দিনের বেশিরভাগ অংশও ভালো ছিল। কিন্তু শেষ সেশনে ভালো করতে পারিনি। এটা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছে। এমন পারফরম্যান্স হতাশাজনক ছিল। এর আগপর্যন্ত আমরা ভালো ক্রিকেটই খেলেছি। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করেছি। স্পিনার ও সিমাররা ভালো করে লিড এনে দিয়েছিল। তৃতীয় দিনের শেষ সেশনই আমাদের চাপে ফেলে দিয়েছে।’