ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না লিটন কুমার দাসের। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ক্যাচও ছেড়েছেন তিনি। ফলে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন লিটন। কিন্তু টেস্ট দলে তার জায়গা পাকাপোক্তই ছিল তার। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরির দিনে ব্যাট হাতে দলকে খাদের কিনার থেকে টেনে তুলেন তিনি। এরপরেও সংবাদ সম্মেলনে লিটনের টি-টোয়েন্টির ব্যর্থতাই উঠে আসে। টি-টোয়েন্টির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করায় বেজায় চটেছেন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।
প্রিন্স বলেন, ‘কেন টেস্টের সাথে টি-টোয়েন্টিকে এত তুলনা করা হচ্ছে আমি বুঝতে পারছি না। দুটো পুরোপুরি ভিন্ন। তুলনার সুযোগ নেই। কেন আমরা বারবার তুলনা করছি? এটা মানসিকতার ব্যাপার। কথা হোক সে কীভাবে ব্যাট করেছে তা নিয়ে, পারফরম্যান্স নিয়ে।’
প্রিন্স আরও বলেন, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই না। এটা ভিন্ন ধরনের ক্রিকেট। তার আজকে ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটসম্যান। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল। কাল লিটন ও মুশফিক আরও বড় পার্টনারশিপ করবে বলে আশা করছি।’
লিটন ১১৩* ও মুশফিকের ৮২* রান করে অপরাজিত রয়েছেন। দিনশেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে বাংলাদেশ।