হঠাৎ স্পেনের ফুটবলে শুরু হয়েছে চরম অস্থিরতা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

কোপা দেল রের ফাইনালের আগে স্পেনের ফুটবলে হঠাৎ  শুরু হয়েছে চরম অস্থিরতা। রেফারি নিয়ে বিতর্কের জেরে ফাইনালের আগের সকল আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ক্লাবটি ফাইনাল বর্জন করতে পারে বলেও গুঞ্জন উঠেছে।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সেভিয়ায় কোপা দেল রের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা রিয়ালের। এই ম্যাচ খেলতে সেভিয়ায় অবস্থান করছে দুই দল।

তবে ম্যাচের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া তৈরি করেন নতুন বিতর্ক। শুক্রবার স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে তিনি কেঁদে কেঁদে বলেন রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনার নেতিবাচক প্রভাব তার পরিবারের উপর পড়ে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস বলেন হুঙ্কার দেন যে তারা আরএমটিভি (রিয়াল মাদ্রিদ টিভি)‍‍`র বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এরপরই আরএমটিভি দিনভর তাদের ভিডিওগুলো প্রচার করতে থাকে। সেখানে রেফারিদের ভুলগুলো দেখানো হয়। ফাইনালের আগে রেফারিদের এমন অবস্থানর ‍‍`অগ্রহণযোগ্য‍‍` আখ্যা দিয়ে ক্লাবটি  পূর্বনির্ধারিত ম্যাচ-পূর্ববর্তী কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ফাইনালের আগে গণমাধ্যমের সামনে আসার কথা ছিলো কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিচের। তারা সেটা বর্জন করেছেন। বার্সা কোচ হেনসি ফ্লিকের সঙ্গে ফটোসেশনেও অংশ নিচ্ছে না আনচেলত্তি।  এছাড়া ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারেও যাচ্ছেন না ফ্লোরেন্তিনো পেরেজ

রিয়াল তাদের বিবৃতিতে বলেছে, ‍‍`কোপা দেল রে ফাইনালের রেফারিদের করা জনসমক্ষে বিবৃতি রিয়াল মাদ্রিদ অগ্রহণযোগ্য বলে মনে করে।‍‍`

মাদ্রিদ বিশেষভাবে ফাইনালের ভিএআর রেফারি ফুয়ের্তেসের মন্তব্যের বিষয়ে আপত্তি জানিয়েছে, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে রেফারিরা ‍‍`একতাবদ্ধ‍‍` এবং রিয়াল মাদ্রিদ টিভির কাছ থেকে আসা চাপের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে চাইছে।

মাদ্রিদের বিবৃতিতে  বলা হয়েছে, ‍‍`আরও বেশি আশ্চর্যজনক বিবৃতি, একটি হুমকিপূর্ণ সুরে... কথিত ব্যবস্থা বা পদক্ষেপের ঘোষণা করা, যা ন্যায্য, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতার নীতি থেকে অনেক দূরে, অথচ ফাইনালের নিরপেক্ষ আবহ থাকা উচিত।‍‍`

‍‍`যা ঘটেছে তার গুরুত্ব বিবেচনা করে, রিয়াল মাদ্রিদ আশা করে যে আরএফইএফ এবং রেফারিং পেশার দায়িত্বে থাকা ব্যক্তিরা সেই অনুযায়ী কাজ করবে এবং তাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রাসঙ্গিক ব্যবস্থা নেবে।‍‍`

স্প্যানিশ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে মাদ্রিদ ফাইনালের জন্য রেফারি পরিবর্তন করতে চায় এবং যদি তা না হয় তবে তারা খেলতে অস্বীকৃতিও জানাতে পারে।

রেফারিং নিয়ে রিয়াল। গত ফেব্রুয়ারিয়তে এসপানিওলের বিপক্ষে ম্যাচের পরও অভিযোগ করেছিলো ইউরোপের সফলতম ক্লাবটি। এদিকে রিয়ালের অবস্থানের সমালোচনা করে স্প্যানিশ লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস বলেছেন, নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্লাবটি।