টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১০:০৩ এএম
ছবি : সংগৃহীত

চার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে রোববার (২০ এপ্রিল) শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। তাইজুল ইসলামের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে থাকছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ

জিম্বাবুয়ে একাদশ

শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ