কপাল পুড়ল উইন্ডিজদের, বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৩৭ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতেই সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন সমীকরণ। ১০ দশমিক ১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো ক্যারিবীয় নারীদের। কিন্তু সেটা তারা পারেনি।

১০ দশমিক ১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় হতে ১০ রান পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

[113850]

ওয়েস্ট ইন্ডিজ ১০ দশমিক ৫ ওভারে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেও বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে।