টানা তিন জয়ে শিরোপা জয়ের আশা জিইয়ে রেখেছিল আল নাসর। আল কাদসিয়ার বিপক্ষে জিতলে দুইয়ে থাকা চিরপ্রতিন্দ্বন্দ্বী আল হিলালের সঙ্গে ব্যবধান কমে দাঁড়াত ১ পয়েন্টে। কিন্তু প্রতিপক্ষের মাঠে হেরে সৌদি প্রো লিগের শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোরা।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আল কাদসিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে আল নাসর। এই হারে সৌদি প্রো লিগে তিন নম্বর স্থানেই রইল রোনালদোর ক্লাব।২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর নাসর। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল ও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।
দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল আল নাসর। কিন্তু রোনালদো, জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেননি। সাদিও মানে শেষ দিকে এসে একটি গোল করতে পারলেও সেটা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন তুর্কি মিডফিল্ডার আল আম্মার। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই যেন ম্যাচ শেষ হতে যাচ্ছিলো। কিন্তু ৮৪তম মিনিটে হঠাৎ আল নাসরকে সমতায় ফিরিয়ে আনেন সেনেগালিজ তারকা সাদিও মানে।
এতে এক পয়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের তখনও নাটকীয়তা বাকি ছিল। ৮৭ মিনিটে আবারও আল নাসরকে কাঁপিয়ে দেন পিয়েরে এমেরিক অবামেয়াং। শেষ পর্যন্ত এই গোলটিই হয়ে গেলো জয়-পরাজয় নির্ধারক। আগামী ২৩ এপ্রিল লিগে পরের ম্যাচে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা ঢামাক এফসির বিপক্ষে মাঠে নামবে স্টেফানি পিওলির শিষ্যরা।