অভিষেক হলো না, পাকিস্তান থেকে যে কারণে দেশে ফেরত আসছেন লিটন দাস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০১:২০ পিএম
লিটন কুমার দাস

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাতের ম্যাচে শনিবার (১২ এপ্রিল) মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে করাচি কিংস। এ ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হওয়ার জোর সম্ভবনা ছিল লিটন কুমার দাসের। দেশের ক্রিকেটের ভক্ত-সমর্থকেরাও অনেকে লিটনকে করাচির জার্সিতে লিটনকে খেলতে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন। কিন্তু সে অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না।

নিজেদের প্রথম ম্যাচের আগে আঙুলে চোট পেয়েছেন ৩০ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান। এ চোটে লিটনের পিএসএল মিশন শেষ হয়ে গেছে। এরইমধ্যে করাচির ক্যাম্প ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।

ফেসবুকে দেওয়া পোস্টে লিটন লিখেছেন, ‘আমি করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের একটি সেশনে আঙুলে চোট লাগে। স্ক্যান রিপোর্টে দেখা চিড় (হেয়ারলাইন ফ্র্যাকচার) ধরেছে। সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহের মতো সময় লাগবে।’

লিটন যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত, পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফেরত যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

খেলা না হলেও করাচিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি লিটন, ‘আমার দল করাচি কিংসের জন্য অনেক অনেক শুভ কামনা।’

লিটন ছাড়াও এবার পিএসএলে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি- রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স এবং নাহিদ খেলবেন পেশোয়ার জালমির হয়ে।