ইসরায়েলের সাবেক ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ১২:২৮ পিএম
ইয়োসি বেনায়ুন। ছবি : সংগৃহীত

ইংলিশ ক্লাব লিভারপুলের সাবেক মিডফিল্ডার ও ইসরায়েলের সাবেক তারকা ফুটবলার ইয়োসি বেনায়ুনের বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে। হামলার সময় পরিবারের সঙ্গে নিজ বাসাতেই ছিলেন ৪৪ বছর বয়সী বেনায়ুন।

সম্প্রতি তেল আবিবের কাছে রামাত হাশারুন এলাকায় অবস্থিত তার বাসভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে বেনায়ুন ও তার পরিবারের কেউ হতাহত হননি।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি এসে তার বাড়ির দরজার দিকে গ্রেনেড ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে ঘটে এই বিস্ফোরণ, যাতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনায়ুন বলেন, “আমি মনে করি, এটা ভুলবশত ঘটেছে। আমার বাসাকে টার্গেট করা হয়েছে, এমনটা মনে হয় না। প্রথমে ভেবেছিলাম গ্যাসের বিস্ফোরণ, তাই ফায়ার সার্ভিসে ফোন করি। পরে পুলিশ এসে জানায় এটি গ্রেনেড ছিল এবং তারা ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।”

ঘটনার পর ইসরায়েলি পুলিশ গ্লিলোত স্টেশনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত হামলাকারীর পরিচয় শনাক্ত করা যায়নি।  

ইসরায়েলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনায়ুন জাতীয় দলের হয়ে ২৪টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে ওয়েস্ট হামের হয়ে এফএ কাপ রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয় করেন তিনি। লিভারপুল, চেলসি এবং আর্সেনালের হয়ে প্রায় এক দশক খেলা বেনায়ুন ২০১৩–১৪ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন।