টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৭:২৮ পিএম

দেশের হয়ে শততম টেস্টের আগেই বাদ পড়েন টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন। আর এই টেস্ট চলাকালে সতীর্থদের নাকি বলেছিলেন টেস্ট দলে আর খেলবেন না তিনি। তবে আনুষ্ঠানিকভাবে জানাননি সে কথা। এবার সেই অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ের বিপক্ষে ঐ টেস্টে মাহমুদউল্লাহ’র সেঞ্চুরিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেদিন মাঠে গার্ড অব ওনার দিয়েছিলেন সতীর্থরা। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সেদিনের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছিল, টেস্ট থেকে অবসর নিতে চলেছেন মাহমুদউল্লাহ। এরপর বিসিবির পক্ষ থেকে এই অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানানো হয়। কিন্তু তাতে সাড়া দেননি রিয়াদ।

টেস্ট থেকে অবসর নেওয়া নিয়ে এক বিবৃতিতে রিয়াদ বলেন, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

বিদায়বেলায় বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিয়াদ। দলের সতীর্থ ও কোচিং স্টাফদেরকেও ধন্যবাদ দিয়েছন তিনি। 
রিয়াদ বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই। আমাকে উৎসাহ দেওয়ার জন্য ও আমার সামর্থ্যে বিশ্বাস করায়।'

টেস্ট জার্সি গায়ে রিয়াদকে আর না দেখা গেলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানান রিয়াদ। বলেন, ‘আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।’

বাংলাদেশের জার্সি গায়ে ৫০টি টেস্ট খেলেছেন রিয়াদ। এই ফরম্যাটে ব্যাট হাতে করেছেন পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক। আর ৩৩ দশমিক ৪৯ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। বল হাতেও ৪৩টি উইকেট রয়েছে রিয়াদের। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টেস্ট দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

আরও সংবাদ