দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস

সিলেট প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১২:২৫ পিএম
বিমানবন্দরে হামজা দেওয়ান চৌধুরীকে স্বাগত জানানো হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই প্রিয় তারকাকে এক নজর দেখা দেখতে আসেন।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজন, শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল রোববার (১৬ মার্চ) থেকেই সেখানে ছিলেন। আজ তাদের সঙ্গে আরও যোগ দেন রুপু, সবুজ ও মঞ্জু।”  

হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন।