পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৬:৩২ পিএম
নিউজিল্যান্ডের খেলোয়ার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আগামী ১৬ মার্চ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এ সিরিজকে সামনে রেখে মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করে এবং কিছু নতুন খেলোয়াড় ডেকে টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন ও উইকেটরক্ষক ব্যাটার টিম শেইফার্ট দলে ফিরেছেন। আছেন অভিজ্ঞ জেমি নিশাম।

মঙ্গলবার (১১ মার্চ) এ দল ঘোষণা করা হয়।

দলে পেসার হিসেবে ম্যাট হেনরি, কাইল জেমিনসন, উইল ও’রর্কি সিরিজের আংশিক খেলবেন। নিউজিল্যান্ডের দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ শোধি, পেসার বেন সিয়ার্সরা। পেসার মিশেল হে প্রথমবার দলে যুক্ত হয়েছেন।

ব্ল্যাক ক্যাপস বোর্ডের নির্বাচন স্যাম ওয়েলস বলেন, “দলের অর্ধেক ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফিরছে, তাদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের। পরবর্তী আইসিসির টুর্নামেন্টে যাওয়ার জন্য পাকিস্তান সিরিজ নতুনদের জন্য প্রমাণ করার দারুণ সুযোগ।”

এদিকে আগামী ২২ মার্চ আইপিএল শুরু হওয়ার কারণে ওই সিরিজে রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মিশেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও লকি ফার্গুসন খেলবেন না। কেন উইলিয়ামসন আইপিএল না খেললেও পিএসএল খেলবেন, যে কারণে বিশ্রাম নিয়েছেন আসন্ন সিরিজ থেকে।

নিউজিল্যান্ডের টি-২০ দল : মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জাকারি ফলকেস (শেষ দুই ম্যাচ), মিশেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিনসন (প্রথম তিন ম্যাচ), ড্যারেল মিশেল, জেমি নিশাম, উইল ও’রর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ শোধি।