ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৪ মার্চ) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার এই ঘোষণা দেন। দীর্ঘদিন ধরেই ওয়ানডেতে রান খরায় ভুগছেন মুশফিক। চ্যাম্পিয়নস ট্রফিতেও হাসেনি তার ব্যাট।
এদিকে মুশফিকের বিদায়ের পর বার্তা দিয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!”
মাশরাফি বিন মর্তুজা লিখেন, “ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।”
মাশরাফি বিন মর্তুজা আরও লিখেন, “আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও...।”