চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৩:০৯ পিএম
অস্ট্রেলিয়ার ২ ওপেনার। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে একাদশে দুটি বদল এনেছে অস্ট্রেলিয়া। চোটে ছিটকে যাওয়া ম্যাথু শর্টের জায়গায় একাদশে এসেছেন কুপার কনলি। পেসার স্পেন্সার জনসনকে বসিয়ে তানভীর সাঙ্গাকে একাদশে নিয়েছে অজিরা। কনলি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিন করেন, তানভীর স্পেশালিস্ট লেগ স্পিনার।

মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে।

এদিকে ভারত অধিনায়ক টস হারলেও খুব ক্ষতির দেখছেন না। একাদশেও কোনো বদল আনেননি অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ এই ম্যাচের দুই পেসার ও চার স্পিনার নিয়ে নেমেছে ভারত।  

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী।

অস্ট্রেলিয়া একাদশ : জস ইংলিস, কুপার কনলি, ট্রেভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাশ লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, আলেক্স কেয়ারি, অ্যাডাম জাম্পা, ন্যাথান এলিস, তানভীর সাঙ্গা, বেন ডারশুইস।