অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৭:৩৫ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর আবারও শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে বৈশ্বিক এই আসরের জন্য গ্রুপ প্রকাশ করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপে গ্রুপ 'এ' তে রয়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতকে। 

২০২১ সালের ১৪ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ১৬টি দল। আর সর্বমোট ম্যাচ হবে ৪৮টি। ইতিমধ্যে নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। 

গ্রুপ 'এ' বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। 

গ্রুপ 'বি' ভারত,দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং উগান্ডা। 

গ্রুপ 'সি' পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং পাপুয়া নিউ গিনি। 

গ্রুপ 'ডি' ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। 

প্রত্যেক গ্রুপের সেরা দুইটি দল নিয়ে হবে সুপার লিগ। বাকি দলগুলোকে নিয়ে হবে প্লেট প্রতিযোগিতা। সেমিফাইনাল হবে ১ এবং ২ ফেব্রুয়ারি।

আরও সংবাদ