পোল্যান্ডের বিশ্ব নন্দিত ফুটবল তারকা রবার্ট লেভানদভস্কি চলতি মৌসুমে বার্সেলোনায় এসে দারুণ খেলে যাচ্ছেন। স্প্যানিশ ক্লাবটিতে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন লেভানদভস্কি। মঙ্গলবার রাতে অংশ হয়েছেন ইতিহাসের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের নজির গড়লেন এই পোলিশ স্ট্রাইকার। ফ্রান্সের দল ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পথে এই অনন্য মাইলফলক স্পর্শ করেন লেভানদভস্কি। ম্যাচে করেছেন দুই গোল। ক্যারিয়ারের ১২৫তম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এই কীর্তি ছুঁয়েছেন এই স্ট্রাইকার।
বেস্তের বিপক্ষে এই জয় দিয়ে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ব্রেস্তকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেন লেভানদভস্কি এবং বাকি গোলটি দানি ওলমোর।
ম্যাচের দশম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানদভস্কি। এই গোল দিয়েই পূরণ করেন চ্যাম্পিয়ন্স লিগের নিজের শততম গোল। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই বিশেষ ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। সেই সঙ্গে আরও কিছু রেকর্ড নিজের করেছেন তিনি।
সবচেয়ে বেশি বয়সে ৩৬ বছর ৯৭ দিনে এসে এই মাইলফলক ছুঁয়েছেন পোলিশ ফরওয়ার্ড। ম্যাচ খেলেছেন ১২৫টি। যা রোনালদোর চেয়ে (১৪৪ ম্যাচ) থেকে কম হলেও মেসির চেয়ে (১২৩ ম্যাচ) দুই ম্যাচ বেশি। দ্রুততম গোলের বিচারে তাই লেভানদভস্কি আছেন দুইয়ে।
অবশ্য অন্যদিক থেকে মেসি আর রোনালদো দুজনকেই পার করেছেন এই স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগের প্রেস্টিজিয়াস আসরে ১০০ গোল করতে রোনালদো নিয়েছিলেন ৭৯৩ শট। লিওনেল মেসি ৫২৭ শটে এসে পেয়েছিলেন শততম গোল। বিপরীতে রবার্ট লেভানডফস্কি মাত্র ৪৫১তম শটেই এই প্রতিযোগিতায় করেছেন গোলের সেঞ্চুরি।