আইপিএল নিলাম

রেকর্ড দামে পান্তকে কিনল লখনৌ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৮:৪৭ পিএম

চলছে আইপিএলের মেগা নিলাম। পছন্দের খেলোয়াড় কিনতে কাড়ি কাড়ি টাকা নিয়ে বসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড দামে ঋশভ পান্তকে কিনে নিল লখনৌ সুপার জায়ান্টস।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবে আইপিএলের নিলাম শুরু হয়। শুরুতেই শ্রেয়াস আইয়ারকে ২৬.৭৫ কোটিতে কিনে চমক দেখায় পাঞ্জব কিংস। ওই সময় পর্যন্ত এটিই ছিল ইপিএলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক। তবে এ রেকর্ড বেশিক্ষণ থাকেনি।

গত আসরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋশভ পান্তকে নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। শেষ পর্যন্ত ২৭ কোটি রুপিতে এই উইকেটকিপার-ব্যাটারকে কিনে নেয় লখনৌ।

২ কোটি ভিত্তিমূল্য থেকে শুরু হয় পান্তের বিডিং। শুরুই করে লখনৌ সুপার জায়ান্টস। তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তাকে পেতে একের পর এক প্যাডল তুলতে থাকে এই দুই ফ্রাঞ্চাইজি। অর্থ্যাৎ ২ কোটি থেকে একলাফে ৫ কোটি এবং এরপর দেখা গেলো ১০ কোটিতে পৌঁছে যেতে।

সাড়ে ১০ কোটি রুপিতে থাকা অবস্থায় লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ এই দুই দলের মধ্যে বিডিং চলতে চলতে শেষ পর্যন্ত জয় জয় লখনৌরই হলো।