পার্থ টেস্ট

পার্থে ওয়াসিম আকরামকে নাজেহাল করলো এক ভারতীয় দর্শক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৫:২২ পিএম
ধারাভাষ্য দিচ্ছেন ওয়াসিম আকরাম ও রবি শাস্ত্রী । ছবি: সংগৃহীত

স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চলমান পার্থ টেস্টের দ্বিতীয় দিন শনিবার পাকিস্তানের ক্রিকেট লিজেন্ড ও বর্তমান ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম বেকায়দায় পড়েন। তিনি এক তরুণ ভারতীয় দর্শকের গালিগালাজ ও হয়রানির শিকার হন। দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় আকরামের। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

শনিবার পার্থের অপটাস স্টেডিয়ামে ধারাভাষ্যকার আকরামকে প্রায় এক ঘন্টা ধরে ভারতের ঐ ক্রিকেট দর্শক হয়রানি করেন।

পাকিস্তানি কিংবদন্তি আকরাম ভারতীয় সম্প্রচার কর্তৃপক্ষ স্টারের কাছে যাওয়ার চেষ্টাকালে ঐ ঘটনা ঘটে।  

আকরাম শুক্রবার ঐ তরুণকেই একটি অটোগ্রাফ দেন। কিন্তু তিনিই  ক্রিকেট বিশ্বের জনপ্রিয় তারকা আকরামকে গালিগালাজ করেন।

ম্যাচের পর ঐ দর্শককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।   তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।

অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে বর্ণবাদী ঘটণা প্রচুর লক্ষ্য করা যায়। তবে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, এবারের ঘটনা বর্ণবাদমূলক ছিল না। তবে তারা নিশ্চিত করেছেন যে, এই টেস্টের বাকি দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না এবং নিশ্চিত করেছে যে, এখন থেকে মাঠে লাইভ অনুষ্ঠান চলাকালে সকলের চারিদিকেই নিরাপত্তা বাড়ানো হবে।

উল্লেখ্য, পার্থের এই টেস্টে তৃতীয় দিনের খেলাশেষে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদেরকে জয় পেতে হলে চতুর্থ ইনিংসে ৫২২ রান করতে হবে। অথচ, অজিদের হাতে রয়েছে আর ৭টি উইকেট।