অস্ট্রেলিয়া ১০৪ রানে অলআউট, ভারত প্রথম ইনিংসে এগিয়ে ৪৬ রানে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১১:২৪ এএম
উইকেট লাভের পর বুমরাহকে নিয়ে ভারতের সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত

বোলারদের রাজত্বে ব্যাটাররা অসহায়। পার্থে চলমান প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে আগের দিন ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়া শনিবার প্রথম সেশনের মধ্যেই ১০৪ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে রয়েছে ভারত। 

মধ্যাহ্নভোজের বিরতির পর ভারত দ্বিতীয় ইনিংস শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৫ রান করেছে। জসওয়াল ও রাহুল ৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

অস্ট্রেলিয়ার মূল ব্যাটাররা যখন একে একে আউট হন তখন পেসার মিচেল স্টার্ক সাহসী ব্যাটিং করেন। দলের হয়ে তিনি সর্বোচ্চ ২৬ রান করেন বলেই স্বাগতিকরা ১০০ অতিক্রম করতে পেরেছে।

ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরাহ ৫টি, নিতিশ কুমার রেড্ডি ৩টি এবং মোহাম্মদ সিরাজ ২টি উইকেট লাভ করেন।

এর আগে, ভারতের ইনিংসে নিতিশ কুমার রেড্ডি ৪১ ও ঋশভ পান্ত ২৭ রান করেন।

অস্ট্রেলিয়ার হেজেলউড ৪টি এবং মিচেল স্টার্ক, অধিনায়ক প্যাট কামিন্স ও মিশেল মার্শ ২টি করে উইকেট লাভ করেন।