টেস্ট শুরুর এক দিন আগে একাধিক পরিবর্তন ভারতীয় দলে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১১:১৬ এএম
ভারতীয় টেস্ট দল। ছবি: সংগৃহীত

মাত্র এক দিন বাকি রয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্ট শুরু হতে। শুক্রবারই মাঠে গড়াচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। এমন মুহূর্তে এসে ভারতীয় দলে এসেছে একাধিক পরিবর্তন। আর সে পরিবর্তনগুলো মূলত বাধ্য হয়েই।

ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা পুত্র সন্তানের জনক হয়েছেন এবং আপাতত তিনি রয়েছেন তার স্ত্রীর কাছে। তাই তিনি প্রথম টেস্টে নেই। ভারতের টিম ম্যানেজমেন্ট কোনো ধরনের ঝুঁকিই নিতে চাইছে না। বুধবার যখন ভারতীয় দল অনুশীলন করছিল, তখন কদিন আগে ভারতীয় দলের নিজেদের মধ্যে ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়া শুভমান গিলের ওপরই সবার চোখ ছিল। বোলিং কোচ মরনে মরকেল অবশ্য বলেছেন, গিল উন্নতি করছেন আর তাদের নজরেই রয়েছে।

তবে গিলের দুর্ভাগ্যই ভাগ্যের দরজা খুলে দিতে পারে দেবদূত পাডিক্কালের, যিনি আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন। এই বাঁহাতি ব্যাটারকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ায় গিয়ে চোটে ভোগায় সিরিজ শুরুর আগেই বাঁহাতি পেসার খলিল আহমেদকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বদলে স্কোয়াডে যোগ দিয়েছেন যশ দয়াল। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে সেখান থেকে সরাসরি অস্ট্রেলিয়া সফরে গেলেন তিনি। মুকেশ কুমার, নবদীপ সাইনির সঙ্গেই তৃতীয় রিজার্ভ বোলার হিসেবে থাকছেন দয়াল।

দলের এমন পরিবর্তন কতটা সহায়ক হবে, তা বোঝা যাবে টেস্ট খেলতে নামলেই।