বাংলাদেশে সিরিজ হার ছিল ইতিবাচক: ল্যাঙ্গার

ফারজানা ববি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ১০:৪৪ এএম

কে ভেবেছিল, এই দল নিয়ে অস্ট্রেলিয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে! বিশ্বকাপ আসরের আগে টানা ৫টি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষেও প্রথমবারের মতো সিরিজ হারার তিক্ত স্বাদ নিয়েছে দলটি। তবে দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, এই সিরিজ পরাজয়ই নিজেদের আরও ভালোভাবে চিনতে তাদের সাহায্য করেছে।

ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি হেরে বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া। মাত্র ৩ মাস আগে হয়েছে ওই সিরিজ। সিরিজে বাংলাদেশের কাছে একেবারেই পাত্তা পায়নি অজিরা। টাইগারদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হয় তাদের।

তবে সিরিজ হারার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন ল্যাঙ্গার। তিনি মনে করেন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলা ও এর ফলাফলের সুফল পাচ্ছে তারা।

ল্যাঙ্গার বলেন, “বিশ্বকাপের আগের কয়েকটি সিরিজে আমাদের ফলাফল যেমন হয়েছে, তা হওয়ার পেছনে কারণ ছিল। তবে দলের প্রতি বিশ্বাস ছিল। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে আমাদের দলের গভীরতা যাচাই করা সহজ হয়েছে।”