টেস্ট ইতিহাসের যে মাইলফলক থেকে ৪ উইকেট দূরে সাকিব

তারিক আল বান্না প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০২:০৭ পিএম
সাকিব আল হাসান।ছবি: সংগৃহীত

তিন ফরম্যাটের অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ১৮ বছরের টেস্ট ক্যারিয়ারে অনেক রেকর্ড রয়েছে তার নামের পাশে। টানা দশ বছর ধরে তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন প্রথম কাতারে। এভাবে তিন ফরম্যাটে হয়তো আর কোন নাম নেই সাকিবের মতো। যাইহোক, আর মাত্র ৪টি উইকেট পেলেই তিনি আরও একটি অনন্য  রেকর্ড স্পর্শ করতে পারবেন সাকিব। তা হলো ১৪৭ বছরের বিশ্ব টেস্টের ইতিহাসে পঞ্চম অলরাউন্ডার হিসেবে ৪০০০ রানের পাশাপাশি ২৫০টি উইকেট লাভেট চোখ ধাঁধানো রেকর্ডের মাইলফলক নিজের করে নিবেন। সবাই জানে ৩৭ বছর বয়সী সাকিব ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ঘোষণা দিয়েছেন ঢাকার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন। নিরাপত্তার আবেদন জানিয়ে প্রথমে নিরাশ হয়েছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য তাকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফলে তার ঢাকা টেস্টে অংশগ্রহণের ইঙ্গিত মিলেছে। এখন জীবনের শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে পারবেন সাকিব। তাতে করে সাকিবের ঐ মহারেকর্ড স্পর্শের সম্ভাবনা বাড়লো। যে চার মহাতারকা আগে থেকেই রেকর্ডের মালিক। তারা হলেন, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস, ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং নিউজিল্যান্ডের ডানিয়েল ভেট্টরি। মিরপুর টেস্টে মাত্র ৪টি উইকেটই সাকিবকে নিয়ে যাবে কালিস, কপিল, বোথাম ও ভেট্টরির মতো বিশ্বতারকাদের পাশে। এটা বাংলাদেশকেও গর্বিত করবে।