‘আপনি লেখক তো অবশ্যই, তবে সাহিত্যিক মানে তেমন উল্লেখ্য নন’—এটাই বলেছিলাম আপনাকে, একুশের বইমেলায় দাঁড়িয়ে। আপনার চারপাশে ভিড় করে থাকা ভক্তকুলের সামনেই। আর সে সময়ে আমি কেউ না, এক তরুণ। এ কথা আপনার মুখোমুখি দাঁড়িয়েই বলেছিলাম। কিন্তু আজ আমি আপনার সাহিত্য মূল্য আছে কি নেই, তা নিয়ে প্রশ্নও তুলব না। শুধু স্মরণ করব আপনার অবদানটিকে।
বিদায় সমরেশ মজুমদার।
যে যা-ই বলুক আপনি লেখক। সময়ের অন্যতম জনপ্রিয় লেখক। যে অল্প কজনের লেখা প্রকাশকদের লগ্নি ফিরিয়ে দেয়, আপনি তাদের একজন।
• যে অল্প কজন লেখক পাঠককে পড়বার আনন্দ দেয়, আপনি তাদের একজন। আপনার মতো আরও অজস্র লেখক আমাদের দরকার।
• আপনার মতো শত লেখক না জন্মালে সাহিত্য মানে উচ্চতর একজন কেউ জন্ম নেয় না।
• আপনার মতো জনপ্রিয় লেখকের অভাবেই বাংলা সাহিত্য নোবেল পায় না/পায়নি/পাবে না বা সম্ভাবনা ক্ষীণ। নোবেল পেতে পারেন এমন মানি লেখক কিন্তু বাংলা সাহিত্যে ছিলেন/আছেন/আসবেন। কিন্তু যে সাহিত্য বাজারের আকার দুশো কপি বই, সে সাহিত্য বাজারে নোবেল আসবে না, কোনো ভীষণ রকম রাজনৈতিক প্রয়োজন ব্যতীত।
• সমরেশ মজুমদার আপনি ও আপনার মতো শত শত লেখক প্রয়োজন, যারা বাজারটাকে এক একজন কম করেও ছয় সাত হাজার কপিতে নিতে পারেন।
এরপরও আপনাকে অপমান করে যারা স্ট্যাটাস দিয়েছে, তাদের ক্ষমা করে দিন। ওরা না জানে লেখালেখি, না বোঝে সাহিত্য, সবচেয়ে দুঃখের বিষয় তারা ‘পাঠ’ ব্যাপারটাই বোঝে না।