টিকটকে ভিডিও করা যাবে একসঙ্গে দুই ক্যামেরা দিয়ে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:২২ পিএম

‘টিকটক নাউ’ নামে আধুনিক একটি ফিচার চালু করেছে সামাজিক মাধ্যম টিকটক। এই ফিচারের মাধ্যমে বদলে যাবে ব্যবহারকারীদের ভিডিও রেকর্ডিং ও দেখার অভিজ্ঞতা।

টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, টিকটক নাউ ফিচারটি ব্যবহার করে ফোনের সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে একই সঙ্গে ভিডিও রেকর্ড বা ফটো ক্যাপচার করা যাবে। এর ফলে ফটো বা ভিডিওগ্রাফিতে যুক্ত হবে নতুন মাত্রা।

ব্যবহারকারীর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে টিকটক এই ফিচারে যুক্ত করেছে বেশ কিছু সুবিধা। আপলোড করা পোস্ট কারা দেখতে পারবেন বা সেখানে কারা যুক্ত হতে পারবেন, তা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা থাকবে ব্যবহারকারীর হাতে।

আবার পোস্টের মাধ্যমে যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তবে রিপোর্ট করতে পারবেন দর্শকরা। থাকবে বয়সভিত্তিক বিধিনিষেধও।

তবে ফিচারটি এখনো উন্মুক্ত হয়নি সবার জন্য। আপাতত পরীক্ষামূলক ব্যবহার চলছে কয়েকটি দেশে।