ইসরায়েলে পাওয়া গেল ২৭০০ বছর আগের হিব্রুলিপি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:৩১ পিএম

প্রাচীন প্যাপিরাস কাগজে লিখিত ২৭০০ বছর আগের  হিব্রুলিপি পেয়েছে ইসরায়েল। সংবাদ সংস্থা এপি জানায়, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের এক বাসিন্দার সংগ্রহে ছিল সেটি।

ছোট ডাকটিকিট আকারের টুকরাটি একটি চার লাইনের পাণ্ডুলিপি। প্রত্নতাত্ত্বিকরা বলছেন কাগজটি লৌহ যুগের বিরল এক নিদর্শন।

ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে লিপিটির বয়স সম্পর্কে নিশ্চিত হয়েছেন। হিব্রুলিপির ২৭০০ বছর আগের লেখার ধরনের সাথে এই লেখাটির মিল পেয়েছেন তারা।

প্রাচীন পাণ্ডুলিপি বিশেষেজ্ঞ জোসেফ উজিয়েল বলেন, “রেডিওকার্বন ডেটিং থেকে প্রাপ্ত তথ্য এবং লেখার ধরন থেকে নিশ্চিতভাবেই বলা যায় এটি আধুনিক জালিয়াতি না।”

তার মতে গত শতাব্দীতে যিহূদিয়া মরুভূমির একটি গুহা থেকে চুরি হয়ে যায় এই কাগজটি। এতে লেখা আছে নবি ইসমাঈল এর নাম। যিনি বাইবেল ও কুরানে সমাদৃত।

কর্তৃপক্ষ সেই সংগ্রাহকের নাম প্রকাশ করেনি। তবে ওই ব্যক্তি জানিয়েছেন তার মা ১৯৬৫ সালে কাগজটি জেরুজালেমে পেয়েছিলেন।

তবে ছয় দশকে গুহা থেকে মন্টানা এবং শেষ অবদি ইসরায়েল পর্যন্ত কাগজটির যাত্রার কাহিনী এখনও গবেষকদের অজানা।

আরও সংবাদ