প্লাস্টিকের বোতল জমা দিয়ে পাচ্ছেন গাছের চারা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৬:২১ পিএম

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘৩টা প্লাস্টিক সামগ্রী জমা দিন, বিনিময়ে ১টি গাছের চারা গ্রহণ করুন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ( এপ্রিল) বিকেলে ফেনীর ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগঠন ‘আভাস ‘ইতিবাচক-এর উদ্যোগে এবং পরিবেশবাদী সংগঠন ‘ইচ্ছে ফাউন্ডেশন’, ‘ফেনীর বৃক্ষপ্রেমী, Garbage to Green  Shihabs Greenland-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা প্রচুর পরিমাণে ব্যবহৃত প্লাস্টিকসামগ্রী জমা দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পানির বোতল, দুধের বোতল, পাইপ, খেলনা বিভিন্ন গৃহস্থালি পণ্য।বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়েছে, যা ভবিষ্যতে ফেনী শহরকে আরও সবুজ পরিবেশবান্ধব করতে সাহায্য করবে।

কর্মসূচিতে প্লাস্টিক পুনর্ব্যবহার রিসাইক্লিং প্রক্রিয়া সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়, যা অংশগ্রহণকারীদের প্লাস্টিক ব্যবহারে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করেছে। এতে তরুণদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ দেখা যায়।

এই কর্মসূচির মাধ্যমে সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য বিভিন্ন ধাপে প্রক্রিয়াকরণ করা হবে। প্রথমে প্লাস্টিক বর্জ্য বাছাই পরিশোধন করা হবে, পরে বিশেষ যন্ত্রের সাহায্যে টুকরো করে ধুয়ে শুকিয়ে প্লাস্টিক দানায় রূপান্তর করা হবে। পরবর্তীতে এই দানা থেকে নতুন পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করা হবে। 

এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি, প্লাস্টিক দূষণ কমানো এবং অধিক পরিমাণে গাছ লাগানোর মাধ্যমে সবুজায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।