শরতে সমুদ্রসৈকতে

বিধান রিবেরু প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০২:০৬ পিএম

ইনানী সমুদ্রসৈকত এখন পর্যটকদের কাছে হয়ে উঠছে অন্যতম আকর্ষণীয় স্থান। কক্সবাজার শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে প্রবালছোঁয়া এই সমুদ্রসৈকত শরতের আবহাওয়ায় হয়ে ওঠে অপূর্ব সুন্দর। পশ্চিমে সমুদ্র আর পুবে পাহাড় আপনার মনকে দেবে প্রশান্তি। টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে ইনানী সৈকতে যাওয়ার পথে বিস্তীর্ণ জলরাশি, মাঝে লাল কাঁকড়াদের বাসস্থান আপনাকে মুগ্ধ করবে।

ছবি: বিধান রিবেরু

নির্জন সমুদ্রসৈকত, জায়গাটির নাম ইনানী
ইনানী সৈকতে রয়েছে শুটিং স্পটখ্যাত একটি জায়গা। সেখানেই দেখা মিলবে এসব পাথরের।
রয়েছে বিচ বাইক। দূরত্বভেদে ভাড়া নিয়ে ছুটতে পারবেন সৈকত ধরে। যানটির ভাড়ার তালিকা সামনেই টাঙানো আছে। মিলিয়ে নিয়ে ভাড়া নেবেন, নয়তো বাজেটে টান পড়তে পারে।
সমুদ্র স্নানে যেতে কার না ভালো লাগে?
জেলা প্রশাসন চিহ্নিত এই এলাকাটি (ইনানী সৈকতেই) কিছুটা কোলাহলমুক্ত। তবে বিচ বাইকচালক, ফটোগ্রাফার, ডাব বিক্রেতা ও জুতা পাহারা দেওয়া শিশুদের যন্ত্রণা আপনাকে সহ্য করতেই হবে।