কুয়াশায় ঢাকা চিরচেনা এক নগর

সাবরিনা মুন্নী প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৪:৫৬ পিএম

আসি আসি করছে বসন্ত। মাঘকে বিদায় জানিয়ে নবরূপে সাজার পালা প্রকৃতির। মাঘের এই শেষ বেলায় শীত যেন যেতেই চাইছে না। সকাল থেকে কুয়াশায় ঢাকা চিরচেনা নগরকে যেন একটু ভিন্নই লাগছে। শীতের মিষ্টি ঝলমলে রোদের পরিবর্তে সকাল থেকে মেঘ কুয়াশার আনাগোনায় পড়ছে টিপটিপ বৃষ্টি। কর্মচঞ্চল এই শহর যেন আজ (বৃহস্পতিবার) একটু মন্থর গতিতেই চলছে সকাল থেকে। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা ইয়াসমীন।

বেলা ১২টা, তবুও রোদের দেখা নেই। তাই তো ব্যাক লাইট জ্বালিয়ে চলছে সড়কের গাড়িগুলো
কুয়াশা আর মেঘের মিলনে ধোঁয়াশা এক পরিবেশ
রেললাইনের মাঝেই ট্রেনের অপেক্ষায় একজন
বৈরি আবহাওয়া ছিন্নমূল মানুষের কষ্ট আরও বাড়িয়েছে
কুয়াশার জন্য অদূরে সব কিছুই ঝাপসা দেখাচ্ছে
দুই হাত সামনের সব কিছুই যখন অদৃশ্য
বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপাকে সাধারণ মানুষ
বৃষ্টি থেকে মাথা বাঁচাতে পলিথিনই সম্বল
রোদ না উঠায় সারা দিনটাই যেন শীতের দখলে
গন্তব্যের ট্রেন ধরতে অপেক্ষা।