দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে রপ্তানির প্রথম চালান পাঠানো হয়েছে। এতে ৮ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশের প্রথম চালান গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান।
[99462]
মাসুদুর রহমান বলেন, “চলতি বছরের প্রথম চালানে ভারতে ৮ টন ইলিশ রপ্তানি হয়েছে। রপ্তানি করছে ঢাকার সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালি এন্টারপ্রাইজ। এবার প্রতি কেজি ইলিশ ১০ ইউএস ডলারে (বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা) রপ্তানি হচ্ছে।”