দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৯:২৯ এএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

এই প্রজ্ঞাপনে সই করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান। তাকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

আর এসপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানকে করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।