গুলশানে ভবনে আগুন, দগ্ধ ৭

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৩:১৬ পিএম

রাজধানীর গুলশানের আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ওই ভবনের সাতজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

বুধাবার (২৭ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান।

এর আগে বেলা সাড়ে ১১টার একটু পরে গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কের ছয়তলা বিশিষ্ট ৩৮ নম্বর ভবনের দোতলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

সাইফুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ভবনের সাতজন বাসিন্দা দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কীভাবে আগুন লেগেছে সেটি তিনি জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল সাড়ে ১১টার পর ওই ভবনের নিচতলায় এসির বিস্ফোরণ হয়। সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।