রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৬:১৬ পিএম

রাজধানীর লালবাগের ৮ নম্বর গলি এলাকার তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নাসরিন আক্তার (৪৫) নামে এক গৃহবধু মারা গেছেন। তবে নিহতের স্বামীর দাবি তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসরিনের স্বামী মো. জাফর বলেন, “লালবাগ কেল্লার পাশে তাদের তিনতলা বাড়ি। তারা তিনতলাতেই থাকেন। ঘটনার আগে তিনি এবং তার স্ত্রী শুয়ে ছিলেন। হঠাৎ শোরগোল শুনে বাইরে গিয়ে দেখেন তার স্ত্রী বাড়ির নিচতলায় পড়ে রয়েছেন। আশপাশের লোকজন জানিয়েছেন, নাসরিন ওপর থেকে লাফিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।”

জাফর আরো বলেন, “১৯ বছরের সংসার হলেও তাদের কোনো সন্তান ছিল না। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন নাসরিন। ছয় মাস আগে তার করোনা ধরা পড়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। এজন্য চিকিৎসাও চলছিল।”

এছাড়া স্ত্রী বিভিন্ন সময় আত্মহত্যার কথা বলতেন বলে জানান জাফর।

তবে নাসরিনের ভাই মো. জাবেদ অভিযোগ করে বলেন, “আমার বোন অসুস্থ ছিল। বিয়ে হলেও ছেলেমেয়ে ছিল না। তাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু আমার বোন আত্মহত্যা করতে পারে না।”

বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন নিহতের ভাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওই গৃহবধুর মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।”