রংপুরের পীরগঞ্জের হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার সৈকত মণ্ডল ও রবিউল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাব-১৩।
রোববার সকালে এই মামলাটি করেন র্যাব–১৩–এর ডিএডি আবদুল আজিজ। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীনকে।
কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সৈকত মণ্ডল ও বটেরহাট মসজিদের ইমাম রবিউলকে দুপুরের পর কোনো একসময় পীরগঞ্জ আমলি আদালতে নেওয়া হবে।
এদিকে হিন্দুপাড়ায় অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় রিমান্ডে থাকা ৩৭ আসামিকেও দুপুরের পর আদালতে নেওয়ার কথা আছে।
পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পীরগঞ্জে সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত।
শুক্রবার (২২ অক্টোবর) গাজীপুরের টঙ্গী থেকে সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব। সৈকতের বাবার নাম মো. রাশেদুল হক। তার বাড়ি পীরগঞ্জে। আর রবিউলের বাবার নাম মো. মোসলেম উদ্দীন। তার বাড়িও পীরগঞ্জে।