কুমিল্লার ঘটনার তদন্ত চলছে: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৫:১০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কুমিল্লার ঘটনার তদন্ত চলছে, কিছু দুষ্টুচক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জড়িতদের বিচারের আওতায় আনা হবে।”

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “দেশে পূর্ণ অধিকার নিয়ে থাকবেন সকল ধর্মের মানুষ। আর সাম্প্রদায়িক সহিংসতায় যেই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে।”

এর আগে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পূজায় আগত সবাই দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্নাত্মানন্দ মহারাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করছেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদার।