দ্বিতীয়বারের মতো রাজধানীবাসী দেখল স্বপ্নের মেট্রোরেলের যাত্রা। ট্রায়ালে ৪টি স্টেশন ঘুরে উত্তরার দিয়াবাড়ির ডিপোতে ফিরে যায় মেট্রোরেলটি।
শনিবার (৯ অক্টোবর) সকালে হুইসেল বাজিয়ে লাল-সবুজ আর সাদার মিশেলে মেট্রোর কোচ যখন ভায়াডাক্ট স্পর্শ করে মেট্রোরেল।
এই স্বপ্নকে আরেকটু এগিয়ে নিতে দ্বিতীয় দফায় ট্রায়াল হয়েছে। স্বপ্নের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় তাই তো বারবার এই উদ্যোগ।
সংশ্লিষ্টরা জানান, বাণিজ্যিকভাবে যাত্রার পূর্বে কিছুদিন পরপরই এভাবে চলবে নগরের কাঙ্ক্ষিত গণবাহনটি। কারিগরি দিকগুলো আরেকটু এগিয়ে নেওয়া আরেকটু শানিত করতেই এ আয়োজন। শনিবার সকাল সাড়ে ১০টায় মেট্রোরেলের উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে ছয়টি কোচ নিয়ে শুরু হয় স্বপ্ন যাত্রার পরীক্ষমূলক যাত্রা। উত্তরার উত্তর, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশন পার হয়ে সাড়ে ১১টায় আসে পল্লবী স্টেশনে। এর কিছুক্ষণ বাদেই আবারও ডিপোর পথে যাত্রা করে মেট্রোরেলটি।
এ সময় মেট্রোর উপস্থিতি জানান দিতেই উচ্ছ্বাস আর আবেগে উদ্ভাসিত হন নগরবাসী। স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছি দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেন তারা।
এর আগে গত ২৯ আগস্ট শুরু হয় আনুষ্ঠানিক ট্রায়াল। আগামী বছরের দেশের প্রথম উড়াল ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর কথা রয়েছে।